ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ছেলে হত্যার বিচার এখনো পাইনি: আবরার ফাহাদের পিতা

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৪:০৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৪:০৬:৩৭ অপরাহ্ন
ছেলে হত্যার বিচার এখনো পাইনি: আবরার ফাহাদের পিতা
‘এখনো আমার ছেলে হত্যার বিচার পাইনি’ বলে জানিয়েছেন শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ। 

শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে তিনটায় মঞ্চ থেকে ঘোষণা করা হলো, এবার কথা বলবেন আবরার ফাহাদের পিতা। পুরো অনুষ্ঠানস্থলজুড়ে তখন পিনপতন নীরবতা। হয়তো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভয়াবহতার কথা মনে পড়ে গেছে সমাবেশে আসা লাখো মানুষের। নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল বুয়েটছাত্র আবরার ফাহাদকে। 

জামায়াতের জাতীয় সমাবেশে মঞ্চে এসে আবরার ফাহাদের বাবা বলেন, ৬ বছর হয়ে গেছে। ছেলে হত্যার বিচার এখনো পাইনি। আমি চাই, দ্রুত যেন আমার ছেলে হত্যার বিচার করা হয়। 

তিনি বলেন, দেশের পক্ষে কথা বলার জন্য নির্মমভাবে নির্যাতন করে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সেই বিচার এখনো হয়নি। 

এর আগে, ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 

দাবিগুলো হলো—
১. সব গণহত্যার বিচার
২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৫. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা
৭. নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ