ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৩:২৮:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৩:২৮:০০ অপরাহ্ন
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়েই নির্বাচন হবে।  

তিনি বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার ভালো নির্বাচন হবে।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

শফিকুল আলম পিআর পদ্ধতি নিয়ে বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গেই বিষয়টি আলোচনা করছে।  

তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সেটার ফলাফল পাচ্ছি। যেসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, এসব ঘটনার সঙ্গে জড়িতদের আমরা গ্রেফতার করতে সক্ষম হচ্ছি। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে আইন সংশোধন করে আমরা দ্রুত বিচার করছি।

‘দি নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ