কোরআন তেলাওয়াত দিয়ে জামায়াতের সমাবেশ শুরু
আপলোড সময় :
১৯-০৭-২০২৫ ০৩:০২:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৫ ০৩:০২:০১ অপরাহ্ন
সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এ উপলক্ষে সারাদেশ থেকে জামায়াতের কয়েক লক্ষ নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।
প্রসঙ্গত, ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হচ্ছে। দাবিগুলো হলো—
১. সব গণহত্যার বিচার
২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৫. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা
৭. নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স