মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা
আপলোড সময় :
১৭-০৭-২০২৫ ০৯:৩৬:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৫ ০৯:৩৬:৪৭ পূর্বাহ্ন
রাজধানী মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এবং চাঁদ উদ্যানে ১ ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্ত্রাসীদের নতুন করে আগমনের ইঙ্গিতে এলাকার বাসিন্দাদের মনে আতঙ্কের দেখা দিয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম (৩২) নামে এক ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ঠিক এক ঘণ্টার ব্যবধানে রাত ৯ টার দিকে চাঁদ উদ্যান এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আল আমিন (২৭) নামে এক যুবককে হত্যা করে কিশোর গ্যাং সদস্যরা।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানায়, ডিশ ব্যবসায়ী ইব্রাহিম হত্যার ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে গণধোলাই দেয়। পরে সেনাবাহিনী গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটককৃতরা হলেন- রুবেল (৩৫) ও সজীব (৩০)। এ সময় তাদের কাছ থেকে ১ টি পিস্তল ও ১ টি মোটরসাইকেলসহ জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদয় হাউজিং এলাকার কামাল ক্যাটারিংয়ের পাশে নিজের ডিশ অফিসে বসা ছিলেন ইব্রাহিম। এ সময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত ৩ ব্যক্তি এসে তাকে গুলি করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়। পরে সেনাবাহিনী গিয়ে তাদের হেফাজতে নেয়।
এদিকে, এক ঘণ্টার ব্যবধানে ৯টার দিকে চাঁদ উদ্যান এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আল আমিন (২৭) নামে এক যুবককে হত্যা করে কিশোর গ্যাং সদস্যরা।
স্থানীয়রা জানায়, আল আমিন এলাকায় পুলিশের বিশেষ সোর্স বা ইনফর্মার হিসেবে কাজ করতো। বিগত কয়েকদিন আগে স্থানীয় কিশোর গ্যাং লিডার মোশারফের ছোট ভাইকে ধরিয়ে দেয় তিনি। এই ঘটনার প্রতিশোধে বুধবার রাত ৯টায় মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য এলাকার ৬ নম্বর রোডের মাথায় কুপিয়ে তাকে হত্যা করে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছে। এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়েই আমরা কাজ করছি। যত দ্রুত সম্ভব এই ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স