ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

চাঁদাবাজি আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল: নাহিদ ইসলাম

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১০:৫২:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১০:৫২:১৫ পূর্বাহ্ন
চাঁদাবাজি আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল: নাহিদ ইসলাম
চাঁদাবাজি আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “ গণঅভ্যুত্থানের পরে চাঁদাবাজি আর দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। এই চাঁদাবাজ আর মাফিয়াদের যে সিস্টেম, সেই সিস্টেমের পতন চাই। তবে আমরা দেখেছি, সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছে একটি দল।”

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা শহরের পৌর মার্কেট প্রাঙ্গণে এনসিপির পথযাত্রায় তিনি এসব কথা বলেন।

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার বিষয়ে নাহিদ বলেন, ‘আপনারা কয়েক দিন আগে ঢাকায় দেখেছেন, এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কী বীভৎসভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি এই চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়?’

তিনি বলেন, ‘আপনাদের সন্তানকে রাজধানীতে হত্যা করা হয়েছে, আপনারা এর প্রতিবাদ তৈরি করুন।’

তিনি আরও বলেন, ‘গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আমরা চাই, নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক পর্যন্ত নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে ফেরত আসতে দেব না। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। আমরা বাংলাদেশে ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হতে দেব না।’

এ পদযাত্রায় দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদেরকে বাধা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমাদের পথকে রুদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে আমরাই জিতব। তরুণ প্রজন্ম দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। চাঁদাবাজরা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে।”

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমরা জানতাম হাসিনা নাকি দক্ষিণাঞ্চলকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। তবে আজ আমরা বরগুনায় এসে দেখেছি এখানের রাস্তাঘাট গর্ত আর পানিতে ভেসে যাচ্ছে।’

এই পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সামান্তা শারমীন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ