ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

মাদ্রিদ অধ্যায় শেষ করে মদ্রিচ এখন ইতালির ক্লাবে

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১০:৫০:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১০:৫০:০৫ পূর্বাহ্ন
মাদ্রিদ অধ্যায় শেষ করে মদ্রিচ এখন ইতালির ক্লাবে
অনেক আগেই রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা এসেছিল লুকা মদ্রিচের। সেই ঘোষণাই সত্য হলো এইবার। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পরপরই শেষ হয় রিয়ালের সাথে মদ্রিচের ১৩ বছরের পথচলা। রোববার নতুন ঠিকানায় পাড়ি জমালেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার।

সোমবার (১৪ জুলাই) এক বছরের চুক্তিতে ইতালির ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী মদ্রিচ।

ইতালির ক্লাব এসি মিলানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মদ্রিচ বলেন, ‘এখানে এসে আমি খুবই খুশি। নতুন এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আমাদের সামনে কথা বলার অনেক সময় থাকবে।’

এর আগে, মে মাসে লুকা ঘোষণা দেন, তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে তার ছয়টি ইউরোপীয় কাপ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি স্প্যানিশ লিগ, দুটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ