ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

শিক্ষার পথে ঈমানের নেতৃত্বে: এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ শুরু ২০ জুলাই

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০১:২২:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৩:২৫:২৪ অপরাহ্ন
শিক্ষার পথে ঈমানের নেতৃত্বে: এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ শুরু ২০ জুলাই ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ জুলাই ২০২৫:
আন্তর্জাতিক মানসম্পন্ন দেশের শীর্ষস্থানীয় ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল আসছে ২০ জুলাই ২০২৫, রবিবার থেকে নতুন শিক্ষাবর্ষ ২০২৫–২৬ এর ক্লাস শুরু করতে যাচ্ছে। লালমাটিয়া, উত্তরা ও মিরপুর—তিনটি শাখায় একযোগে নতুন ক্লাস শুরু হবে।

 

নতুন সেশনের উদ্বোধনী বার্তা হিসেবে বিদ্যালয়টি গ্রহণ করেছে একটি অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক প্রতিশ্রুতিশীল স্লোগানঃ 
(Begin Again with Purpose: Toward Knowledge, With Faith, Only For Allah)

 

বিদ্যালয়টির ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্কুলস মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ জানান,
“আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন কেবল পরীক্ষায় পাস করার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করে। এটাই আমাদের শিক্ষার মূল দর্শন।”

 

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ শিক্ষাবোর্ড ছাড়াও পারসন এডেক্সেল, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ কাউন্সিল কর্তৃক অনুমোদিত। এছাড়াও প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ২০২৫ সালেই ও ও এ লেভেলে ৪৮ জন শিক্ষার্থী “হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড” অর্জন করেছে। এছাড়া এই বিদ্যালয়ের বহু শিক্ষার্থী ইতোমধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় ১ থেকে ১০০ র‍্যাংকিংভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

 

এভেরোজ “শিক্ষা একটি আমানত” এই নীতিতে পরিচালিত হয়। এখানে রয়েছে নির্ধারিত শিক্ষার্থীদের জন্য শক্তিশালী হিফজ প্রোগ্রাম, ধারাবাহিক তারবিয়াহ সেশন, এবং যুগোপযোগী প্যারেন্টিং ওয়ার্কশপ। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে ৮৫ জন শিক্ষার্থী সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করেছে।

 

 ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে “সেরা প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান” এবং ২০১৯ সালে “সেরা স্কুল চেইন” পুরস্কার অর্জন করে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল।  বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের মধ্যে একটি গ্রিন ডিজিটাল স্কুল মডেল হিসেবে পরিচিত, যেখানে প্রযুক্তিনির্ভর শিক্ষা, পরিবেশ-সচেতনতা এবং টেকসই উন্নয়নের সমন্বয় ঘটানো হয়েছে।
 

শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এভেরোজ একটি মিশন—যেখানে প্রতিটি শিক্ষার্থী গড়ে ওঠে জ্ঞান, ঈমান, নৈতিকতা ও নেতৃত্বের সমন্বয়ে। নতুন শিক্ষাবর্ষে সেই যাত্রা আরও ঐকান্তিক, দায়িত্বশীল ও আলোকিত হোক—এমন প্রত্যাশা সকলের।
 
 


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ