ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে : ট্রাম্প
আপলোড সময় :
১৪-০৭-২০২৫ ১১:৪৪:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-০৭-২০২৫ ১১:৪৪:১৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। রবিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ তিনি এ কথা বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বন্ধে আলোচনায় অনিচ্ছার ইঙ্গিতে যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, এই সিদ্ধান্ত তার প্রতিফলন। খবর আল জাজিরার।
রবিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেটার খুব প্রয়োজন তাদের।’
ট্রাম্প আরো বলেন, ‘পুতিন অনেক মানুষকে বিস্মিত করেছে। তিনি সুন্দরভাবে কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবার ওপর বোমা ফেলেন। এতে একটা সমস্যা দেখা দিয়েছে। এটা আমার ভালো লাগছে না।’
তিনি বলেন, ইউক্রেনে ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠানো হবে, সে সিদ্ধান্ত এখনও নেননি। তবে বলেন, ‘তাদের কিছু দেওয়া হবে, কারণ তাদের রক্ষা পাওয়ার দরকার আছে।’
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স