মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়
আপলোড সময় :
১৪-০৭-২০২৫ ০৯:৩০:২০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-০৭-২০২৫ ০৯:৩০:২০ পূর্বাহ্ন
শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সঙ্গে বৈঠকের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয় আগামীকাল সোমবার জরুরি বৈঠক ডেকেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
রোববার (১৩ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আগামীকাল সোমবার বিকেল ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে অর্থনীতিবিদদের মধ্যে থাকবেন ড. মাশরুরি রিয়াজ, ড. সেলিম রায়হান, ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক। ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধির মধ্যে থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ আরও কিছু ব্যবসায়ী সংগঠনের নেতা।
বৈঠকে অর্থনীতিবিদ, ব্যবসায়ী সংগঠনের নেতা এবং সরকারি যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিতি থাকবেন তাদেরকেও চিঠি দিয়ে জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে রেসিপ্রোক্যাল ট্যারিফ এগ্রিমেন্ট-এর খসড়া বিষয়ে আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে ১৪ জুলাই, সোমবার বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’
উল্লেখ, মার্কিন প্রেসিডেন্ট ডোল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর যে ৩৫ শতাংশ শুল্ক ধার্য করেছেন সে বিষয়ে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যায়। সেখানে টানা তিন দিনের বৈঠক শেষে দেশে ফিরেছে প্রতিনিধি দল। ওই বৈঠকের বিষয়বস্তু ও শুল্ক নিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা হবে আগামীকালের বৈঠকে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স