ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ, যেমন হতে পারে একাদশ

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০২:১২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০২:১২:৫৬ অপরাহ্ন
সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ, যেমন হতে পারে একাদশ
টেস্ট এবং ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল। দুই দল আজ (রোববার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। সিরিজ হার এড়াতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস আগের ম্যাচেও (১১ বলে ৬ রান) হতাশা উপহার দিয়েছেন। অথচ তার কাঁধেই এখন টি-টোয়েন্টির অধিনায়কত্ব। এর আগে প্রথম ওয়ানডেতে রান না পাওয়ায় শেষ দুই ম্যাচের একাদশে জায়গা হারান লিটন। তবুও তার ওপর আস্থা রাখছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

লঙ্কানদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ শুরুর আগে অবশ্য পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই ছিল। এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে ছয়টি টি–টোয়েন্টি খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, বিপরীতে লঙ্কানরাও সমান সংখ্যক জয় পেয়েছে। ফরম্যাটটিতে দুই দল সবমিলিয়ে লড়েছে ১৮ বার। এর মধ্যে বাংলাদেশ ৬ এবং লঙ্কানরা বাকি ১২ ম্যাচ জিতেছে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। তার আগে ম্যাচে বাংলাদেশ দলের একাদশ কেমন হবে তা আলোচনা রয়েছে। ঘুরে দাঁড়াতে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনতে পারে মেহেদী হাসান মিরাজের দল। গেল ম্যাচ না খেলা জাকের আলি ফিরতে পারেন আজকের একাদশে। এ ছাড়া তাসকিন আহমেদের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মহেশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো। 

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ