ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, প্রাণ হারালেন বাড়িওয়ালা

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১০:২৪:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১০:২৪:০১ পূর্বাহ্ন
যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, প্রাণ হারালেন বাড়িওয়ালা
রাজধানীর যাত্রাবাড়ী বিবিরবাগিচা এলাকার একটি বাসায় ডাকাতের মারধরে ও ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী বিবিরবাগিচা ইত্যাদি গলির ৭৬/২/ই নম্বর বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সালমা বেগম জানান, যাত্রাবাড়ীর ৫ তলা বাড়িটি তাদের নিজেদের। সেটির দোতলায় থাকতেন তার বাবা-মা। আর তিনি নিজে থাকেন রায়েরবাগ এলাকায়। ভোরে বাবার বাসার ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এক পর্যায়ে ডাকাতরা চলে যায়। পরবর্তীতে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাঈলের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত সালেহা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ