ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

মেসির জোড়া গোলে এমএলএস-এ বড় জয় মায়ামির

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:০৭:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:০৭:০১ পূর্বাহ্ন
মেসির জোড়া গোলে এমএলএস-এ বড় জয় মায়ামির
ক্লাব বিশ্বকাপের ব্যর্থতা ভুলে মেজর লিগ সকারে (এমএলএস) ফিরেই আলো ছড়ালো ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোলে মন্ট্রিয়েলের বিপক্ষে বড় জয় তুলে নিলো তারা।

রোববার (৬ জুলাই) এমএলএসের ম্যাচে মন্ট্রিয়েলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি।

বাজে এক হারে ক্লাব বিশ্বকাপ পর্ব শেষ হয়েছে মায়ামির। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। অবশ্য উয়েফা চ্যাম্পিয়ন্সলিগ জয়ী দলের বিপক্ষে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশাও করা যেত না। তবে কিছুটা আক্ষেপে পুড়িয়েছিলেন আর্জেন্টাইন তারকা। সাবেক ক্লাবের বিপক্ষে কোনো আলোই ছড়াতে পারেননি তিনি। সে আক্ষেপ তিনি অবশ্য ঘোচালেন এমএলএসে ফিরে। যেখানে দলের চার গোলের মধ্যে তিন গোলেই অবদান তার।

সাপুতো স্টেডিয়ামে ৫৮ শতাংশ সময় বল দখলে রেখে এদিন ১৫টি শট নেয় মায়ামি। যার ১০টিই ছিল গোলমুখে। বিপরীতে মন্ট্রিয়েলের নেয়া ১৩ শটের ৮টি ছিল গোলমুখে। এদিন বড় জয় পেলেও শুরুতে গোল হজম করে মায়ামি। সেটাও আবার মেসির ভুলে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে সতীর্থদের কাছে ব্যাকপাস পাস দেন মেসি। কিন্তু নিজেদের ডি-বক্সের বাইরে মেসির বাড়ানো বল পেয়ে যান প্রতিপক্ষেরই স্ট্রাইকার প্রিন্স ওইউসু। এরপর যা হওয়ার কথা, তা-ই হলো। ওয়ান অন ওয়ান পজিশনে বক্সে ঢুকে মায়ামি গোলরক্ষককে পরাস্ত করে গোল আদায় করে নেন ওইউসু।

দলকে বিপদে ফেলার পর উদ্ধারেও উদগ্রীব হয়ে উঠেন মেসি। তবে একের পর এক চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না। অবশেষে ৩৩তম মিনিটে তার বাড়ানো পাস দখলে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক কোণাকোণির শটে জালে জড়ান তাদেও আলেন্দে। এর সাত মিনিট পর দলকে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের পাস দখলে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাকানো শটে গোল আদায় করে নেন আর্জেন্টাইন তারকা।

৬০তম মিনিটে আলেন্দের পাস দখলে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান বাড়ান তেলাস্কো সেগোভিয়া। এক মিনিট পর ফের মেসির ঝলক। বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ গোলের এ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

এ জয়ে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলে ছয়ে অবস্থান করছে মেসির দল। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিনসিনাটি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ