২০২৬ সালে দুই ভিন্ন চরিত্রে বড় পর্দায় আসছেন জিৎ
আপলোড সময় :
০৫-০৭-২০২৫ ১২:২২:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৭-২০২৫ ১২:২২:০১ অপরাহ্ন
জিৎ ভক্তদের জন্য ২০২৬ সাল আসতে চলেছে এক অসাধারণ চমক নিয়ে। দুই ভিন্ন মেজাজ, দুই ভিন্ন চরিত্রে বড় পর্দায় ধরা দেবেন এই তারকা, আর সেই খবরেই দারুণ উত্তেজনা ছড়িয়েছে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।
প্রথম ছবিতে জিৎ রূপ নেবেন বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে। পথিকৃৎ বসুর পরিচালনায় তৈরি এই ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবিটি শুধু বিনোদন নয়, বরং এক টুকরো ইতিহাসকেই জীবন্ত করে তুলবে। চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে জিৎ নিয়মিত লাঠিখেলার প্রশিক্ষণ নিচ্ছেন। শুটিং হবে কলকাতা ও ঝাড়গ্রামের মনোরম পরিবেশে, যেখানে ইতিহাসের ছোঁয়া মিশে আছে মাটির গন্ধে। এই ছবিতে জিৎ যেমন বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত, তেমনই দর্শকও ফিরে যাবে এক অন্য সময়ের লড়াই আর আত্মত্যাগের কাহিনিতে।
অন্যদিকে রয়েছে রাইহান রাফির পরিচালনায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার অ্যাকশন থ্রিলার ‘লায়ন’। আন্তর্জাতিক মানের চিত্রগ্রহণে তৈরি এই ছবির শুটিং হবে বাংলাদেশ ও বিদেশের নানা জায়গায়। থ্রিলারপ্রেমী দর্শকদের জন্য এটি হবে এক দমফাটা উত্তেজনার অভিজ্ঞতা। দুই দেশের টেকনিশিয়ান ও শিল্পীদের সম্মিলনে এই ছবিটি দুই বাংলার সম্পর্কেও এক সেতুবন্ধ রচনা করবে।
জিৎ এর আগে বহু হিট ছবি উপহার দিলেও ২০২৬ সালের এই দুই প্রকল্প যেন তার ক্যারিয়ারের নতুন দিকচিহ্ন। একদিকে ঐতিহাসিক চরিত্রের গাম্ভীর্য ও দেশপ্রেম, অন্যদিকে আধুনিক অ্যাকশন থ্রিলারের রোমাঞ্চ — দুই বিপরীত স্বাদের মিশেলে নিজের অভিনয় দক্ষতাকেই নতুন করে প্রমাণ করতে চলেছেন তিনি।
যেখানে একজন তারকা প্রায়শই এক ঘরানার চরিত্রে আটকে যান, সেখানে জিৎ বারবারই দেখিয়েছেন নিজেকে ভাঙার এবং নতুন করে গড়ার ক্ষমতা। এই দুই ছবির খবরেই বোঝা যায়, ২০২৬ সাল হবে জিৎপ্রেমীদের জন্য “দ্য লায়ন ইজ ব্যাক” মুহূর্ত—এবং তাও ডাবল স্টাইলে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স