ফুলের গন্ধে কি সাপ আসে?
আপলোড সময় :
০৪-০৭-২০২৫ ১১:৫০:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৭-২০২৫ ১১:৫০:৩৭ পূর্বাহ্ন
ফুল পছন্দ করেন না এমন মানুষ মেলা ভার। ফুল, ফুলের সৌন্দর্য ও ঘ্রাণে বিমোহিত হয় প্রায় সব বয়সী মানুষ। তবে সব ফুলেই যে সুগন্ধ আছে, এ কথা ঠিক নয়। এমন অনেক ফুল আছে, দেখতে বেশ সুন্দর কিন্তু গন্ধ নেই। আবার কোনো কোনো ফুলে থাকে দুর্গন্ধও।
পৃথিবীতে যত ফুলের বিমোহিত করা সুগন্ধ আছে, এর মধ্যে অন্যতম হাসনাহেনা। হাসনাহেনার গন্ধে মন মাতাল হয়ে আসে। এ গন্ধে মাতাল মন নির্ঘুম রাত কাটিয়ে দিতে চায়। তবে রাতে ফুলের গন্ধে বিমুগ্ধ হওয়ার সঙ্গে থাকে এক ধরনের ভয়ও। অনেকে মনে করেন, এই ফুলের ঘ্রাণে বিষাক্ত সাপ আসে। তাই কেউ কেউ বাড়িতে হাসনাহেনা লাগাতে চান না। কেউ আবার এ গাছের ধারেকাছেও ঘেঁষতে চান না। কিন্তু হাসনাহেনা ফুলের ঘ্রাণে আসলেই কি সাপ আসে? সাপও কি ছুটে আসে এ ফুলের সুঘ্রাণে।
হাসনাহেনা উদ্ভিদের ফুল ফোটে সন্ধ্যায়। ভোরের আলো ফোটার পরে ঝরে যায়। এই ফুলের ঘ্রাণ খুব তীব্র ও সুমিষ্ট। এর ঘ্রাণ কীটপতঙ্গ আকর্ষণ করে। কিন্তু এই ঘ্রাণে সাপ আকৃষ্ট হওয়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। ফুলের গন্ধে সাপ আসে, এটি একটি প্রচলিত ব্যাখ্যা।
হাসনাহেনা গাছের কাছে বা যেকোনো ফুলের কাছে সাপ আসতেই পারে। তবে ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে আসার কোনো কারণই নেই। সাপের নাক নেই। গন্ধ বোঝার জন্য এরা জিহ্বা ব্যবহার করে। তবে হাসনাহেনা ফুলের সুগন্ধে কীটপতঙ্গ আকৃষ্ট হয়, এরা এসে ফুলের পরাগায়ন ঘটায়। অন্যদিকে এই কীটপতঙ্গই আবার কিছু শিকারি প্রাণীদের আকৃষ্ট করে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স