জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ
আপলোড সময় :
০২-০৭-২০২৫ ১১:১৭:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-০৭-২০২৫ ১১:১৭:১৯ পূর্বাহ্ন
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে জমজমাট এক ম্যাচে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়। আক্রমণ-পাল্টা আক্রমণের এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১-০ গোলে জয়ী হয় রিয়াল মাদ্রিদ। এই জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটের টিকিট নিশ্চিত করে জাবি আলোনসোর দল।
মঙ্গলবার (১ জুলাই) রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত এক হেডেই ‘ডেডলক’ ভাঙে রিয়াল। সমতায় ফেরার জন্য জুভেন্টাস মরিয়া হয়ে উঠলেও কাঙ্ক্ষিত গোল আর আসেনি। ফলে স্বস্তির জয় নিয়েই শেষ আটে পা রাখে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এই ম্যাচ দিয়েই চলতি আসরে প্রথমবার মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠে নেমে খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুই দল ভাগ করে নিলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তাদের ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে। তবে জালের দেখা পেয়েছে কেবল গার্সিয়ার হেড থেকে। বিপরীতে জুভেন্টাস ৬টি আক্রমণের ২টি লক্ষ্যে রাখতে পারলেও সেগুলো ছিল অনেকটাই নিষ্প্রভ।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স