আমাদের সেরা ক্রিকেট খেলার এটাই সেরা সময়: ফিল সিমন্স
আপলোড সময় :
২৭-০৫-২০২৫ ১১:০৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-০৫-২০২৫ ১১:০৬:৩৬ পূর্বাহ্ন
আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত এক হারের পরেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ। মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকারই কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের। তবে জাতীয় দলের কোচ ফিল সিমন্স এটাকেই বলছেন নিজেদের সেরা ক্রিকেট উপহার দেয়ার সময়। প্রতিপক্ষকে নিয়ে সমীহ থাকলেও ক্যারিবিয়ান এই কোচের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর।
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘এটা পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কিনা জানি না। আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময়। আমরা সিরিজ জিততে এসেছি। যেকোনো সময়েই পাকিস্তান ভয়ংকর দল। সহজভাবে নেওয়া যাবে না। যেকোনো দিন তারা ভালো খেলতে পারে।’
সিমন্স আরও বলেন, ‘আপনারা বারবার বলছেন পাকিস্তান ভালো করছে না। তবে পাকিস্তান তো পাকিস্তানই। সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হার অনেক হতাশাজনক ছিল। তবে আমরা মানসিকভাবে চাঙ্গা আছি। মোরালি সব বেশ ভালো আছে। আমার মনে হয় সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ আছে। আমরা বারবার বলছি পাকিস্তান ইদানীং ভালো খেলছে না। তবে এটা নির্দিষ্ট দিনের বিষয়। তবে আমি মনে করি সিরিজ জয়ের এটা ভালো সুযোগ।’
রিশাদের অভিজ্ঞতা নিয়ে সিমন্স বলেছেন, ‘হ্যাঁ, পিএসএলের অভিজ্ঞতা সহায়তা করতে পারে। আমরা এখানকার কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করছি। এখানে কয়েকজন পিএসএল খেলেছে, শন (টেইট), মুশিরা (মুশতাক আহমেদ) পিএসএলে ছিল। ওদের কাছ থেকে তথ্য, অভিজ্ঞতা নিতে পারব এবং সিদ্ধান্ত নিতে পারব।’
খেলোয়াড় বা কোচ হিসেবে পাকিস্তানে আগেও এসেছিলেন সিমন্স। ভারতের বিপক্ষে সামরিক উত্তেজনার পর পাকিস্তানে এসে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘পাকিস্তানে আমার সব স্মৃতিই সুখকর। পাকিস্তানে খেলতে খুব ভালো লাগত। তখন বাইরে ঘুরাফেরার স্বাধীনতা ছিল। গত বছর করাচিতে বেশ উপভোগ করেছি। আবারও আসতে মুখিয়ে ছিলাম।’
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স