ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

যুক্তরাজ্যে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ে বহু মানুষ আহত

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১০:২৮:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১০:২৮:৩৫ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ে বহু মানুষ আহত
যুক্তরাজ্যে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয় উদযাপনের সময় এক চালক গাড়ি চালিয়ে উৎসবমুখর জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় এক শিশু ও একজন প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হন। এ ছাড়া আরো অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৬ মে) রাতে ব্রিটিশ কর্মকর্তারা এই তথ্য জানিছেন।

সারা দিনের উদ্দীপনা ও আনন্দ উদযাপনের শেষে হঠাৎ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যেখানে শত সহস্র লিভারপুল সমর্থক শহরের কেন্দ্রস্থলে তাদের দলের বিজয় উদযাপনে যোগ দিয়েছিলেন।

মার্সিসাইড পুলিশ জানায়, ৫৩ বছর বয়সী লিভারপুল এলাকার এক ব্রিটিশ পুরুষকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা নয় এবং ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে তারা।

মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস বলেন, ‘আমরা আর কাউকে এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছি না।

তদন্ত চলছে এবং জনগণকে অনুরোধ করছি অনলাইনে মর্মান্তিক ভিডিও বা ছবি শেয়ার না করতে।’

উত্তর-পশ্চিম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আরো ২০ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়াও অনেকে নিজেরা স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য যাচ্ছেন।

মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান কর্মকর্তা নিক সিয়ার্ল জানান, গাড়ির নিচ থেকে তিনজন প্রাপ্তবয়স্ক ও এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় রাত ৬টার দিকে একটি গাড়ি দ্রুত গতিতে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি হঠাৎ করে সামনে থাকা মানুষের ওপর উঠে যায়, কিছু মানুষ ছিটকে পড়ে এবং আশপাশের মানুষ সাহায্য করতে ছুটে আসে।

লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন বলেন, ‘এই ঘটনাটি শহরের একটি আনন্দঘন দিনে এক অন্ধকার ছায়া ফেলেছে। আমরা যথাসময়ে আরো তথ্য জানাব।

’ ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক টুইটে লিখেছেন, ‘লিভারপুলের দৃশ্য অত্যন্ত মর্মান্তিক। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সহানুভূতি রইল। জরুরি সেবার কর্মীদের ধন্যবাদ জানাই তাদের দ্রুত সাড়া দেওয়ার জন্য।’

এর আগে সোমবার, পুলিশ জনগণকে নিরাপদে উদযাপন করার আহ্বান জানিয়েছিল এবং অনুরোধ করেছিল ভবন বা কাঠামোয় না উঠতে। লিভারপুল ফুটবল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই মর্মান্তিক ঘটনায় আহতদের প্রতি আমাদের প্রার্থনা রইল। জরুরি সেবা ও স্থানীয় কর্তৃপক্ষকে আমরা সম্পূর্ণ সহায়তা দিয়ে যাব।’

এই ধরনের গাড়ি হামলার ঘটনা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা চালকের উদ্দেশ্য নির্ধারণে তদন্ত চালাচ্ছেন, এবং যুক্তরাজ্যের প্রচলিত নিয়ম অনুযায়ী, সন্দেহজনক ঘটনায় সন্ত্রাসবিরোধী ইউনিটও তদন্তে জড়িত থাকে। ঘটনার প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ নিশ্চিত করেছে যে, এটি আপাতত সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে না। তদন্ত চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ