ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

‘টগর’ সিনেমায় আইটেম গানে নেচে ঝড় তুললেন পূজা

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৬:৫৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৬:৫৫:১৮ অপরাহ্ন
‘টগর’ সিনেমায় আইটেম গানে নেচে ঝড় তুললেন পূজা
আসন্ন ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো ইতিমধ্যেই জোর প্রচারণা চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘টগর’ সিনেমার প্রথম গান ‘হানড্রেড পার্সেন্ট দেশি’।

রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এই গানটিতে রয়েছে দেশীয় উৎসবের রং ও প্রাণ। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ।গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফরম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।

পূজা চেরী বলেন, ‘হানড্রেড পার্সেন্ট দেশি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ।গানটি করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন—এই বিশ্বাস আমার আছে।’

এআর মুভি নেটওয়ার্ক-এর প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরী।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ