ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

'চুনারি' রিমেক নিয়ে বরুণের উপর ক্ষুব্ধ দর্শক

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১১:১২:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১১:১২:২৬ পূর্বাহ্ন
'চুনারি' রিমেক নিয়ে বরুণের উপর ক্ষুব্ধ দর্শক
‘বিবি নাম্বার ওয়ান’ সিনেমার আইকনিক গান ‘চুনারি চুনারি’ এখন নস্টালজিয়া এখন দর্শক-শ্রোতাদের মাঝে। এবার সেই গানটি এবার পুনঃনির্মাণ করা হচ্ছে বরুণ ধাওয়ানের সিনেমায়। কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি দর্শকেরা, করছেন নেতিবাচক মন্তব্য।

সালমান অভিনীত কমেডি ড্রামা ‘বিবি নাম্বার ওয়ান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন। সিনেমায় একটি জনপ্রিয় গানে (চুনারি চুনারি), নাচ করতে দেখা গিয়েছিল সুস্মিতা-সালমানকে। এবার ওই একই গান নতুন ভাবে তৈরি করতে দেখা গেল বরুণের নতুন ছবিতে।

আগামী বছর ১০ এপ্রিল মুক্তি পাবে বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং ম্রুনাল ঠাকুর অভিনীত ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’। সম্প্রতি এই ছবির একটি ছোট্ট একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যায়, সুস্মিতা এবং সালমানের আইকনিক গান ‘চুনারি চুনারি’ পুনঃনির্মাণ করা হয়েছে।

তবে ২৬ বছর আগে দুই তারকা যে মানদণ্ড নির্মাণ করেছিলেন তা ভাঙা এত সহজ নয়। তাই বরুণের নতুন ছবির গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হয়। একজন কটাক্ষ করে লিখেছেন, ‘দয়া করে এই গানটির বারোটা বাজাবেন না।’ অন্য একজন লিখেছেন, ‘দয়া করে নাচ করো কিন্তু নষ্ট করো না।’

পরিচালকের সৃজনশীলতার ওপরে প্রশ্ন তুলে একজন লিখেছেন, ‘পুরনো গানকে রিক্রিয়েট করার মধ্যে কোনো সৃজনশীলতা নেই।’ অন্য একজন আবার লিখেছেন, ‘প্লিজ এই গানটি নষ্ট করবেন না।’ কেউ কেউ আবার ভাইজানের প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনি বারবার সালমানকে কপি করেন কেন? নিজে কিছু করতে পারেন না?’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ