ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

শেষ বাঁশিতে ক্ষুব্ধ মেসি

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:৩৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:৩৬:২৩ অপরাহ্ন
শেষ বাঁশিতে ক্ষুব্ধ মেসি
মেজর লিগ সকারে সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে এক রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

বুধবার (১৪ মে) অনুষ্ঠিত এই ম্যাচে শেষ বাঁশির আগে হতাশ ও ক্ষুব্ধ দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকাকে।

২০০৯ সালের পর এই প্রথম ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় খেলতে নামেন মেসি। তার আগমন নিয়ে স্থানীয় মিডিয়ায় ছিল তুমুল আলোচনা। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই উন্মাদনার রেশ মিলিয়ে যায় বারবার।

ম্যাচের শুরুটা হয় বজ্রগতিতে। মাত্র ৩০ সেকেন্ডের মাথায় ইন্টার মায়ামিকে এগিয়ে দেন ম্যাক্সি ফ্যালকন। তবে সেই লিড বেশিক্ষণ থাকেনি। সান হোসের ক্রিস্তিয়ান আরাঙ্গো দ্রুত গোল শোধ করে দেন।

এরপর ম্যাচটি রূপ নেয় গোলবন্যায়। মায়ামির হয়ে তাদের আলেন্দে জোড়া গোল করেন।

অপরদিকে সান হোসের হয়ে স্কোরশিটে নাম লেখান বউ লেরো ও ইয়ান হার্কস। দুই দলের রক্ষণভাগের অসহায় পারফরম্যান্সে যেন বারবার সুযোগ তৈরি হচ্ছিল গোল করার।

তবে মূল নাটক ঘটে ম্যাচের শেষ মুহূর্তে। একটি আক্রমণ থেকে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন মেসি—যেটি থেকে ফ্রি কিক নেওয়ার আদর্শ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু রেফারি সিদ্ধান্ত দেন অফসাইড। এতে চরম ক্ষুব্ধ হন মেসি। রাগে তিনি রেফারিদের দিকে ধেয়ে যান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এমনকি সান হোসের কোচ ব্রুস অ্যারেনা পর্যন্ত এগিয়ে এসে মেসিকে শান্ত করার চেষ্টা করেন। একজন রেফারিকে তখন বলতে শোনা যায়, ‘আপনি কি লাল কার্ড চান?’

এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামি তাদের শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয়বঞ্চিত থাকল। মাঝমাঠে নিয়ন্ত্রণের অভাব, দুর্বল রক্ষণভাগ ও মেসির অসন্তোষ—সব মিলিয়ে হ্যাভিয়ের মাশ্চেরানোর দলের সামনে চ্যালেঞ্জ এখন অনেক বড়।

প্রশ্ন উঠছে—এই হতাশা পেরিয়ে ইন্টার মায়ামি কি ঘুরে দাঁড়াতে পারবে?

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ