সৌদি সফর শেষে কাতারে ডোনাল্ড ট্রাম্প
আপলোড সময় :
১৪-০৫-২০২৫ ০৬:১৬:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৫-২০২৫ ০৬:১৬:২৬ অপরাহ্ন
সৌদি আরবে দুইদিনের সফর শেষে কাতারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) কাতারের রাজধানী দোহায় পৌঁছায় ট্রাম্পকে বহনকারী বিমান। সেখানে তাকে নিজে উপস্থিত থেকে অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। তিনি কাতার সফরে দেশটির আমিরের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন।
এছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। এগুলো ছাড়াও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হতে পারে।
এদিকে সৌদিতে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন কাতারের আমির। সেখানে ট্রাম্পও উপস্থিত ছিলেন। ট্রাম্প কাতারে আসার কিছুক্ষণ আগে কাতারের আমিরও দোহায় এসে পৌঁছান। এরপর সেখানে তিনি ট্রাম্পকে আবারও বরণ করে নেন।
এরপর তারা আমিরি দেওয়ানের উদ্দেশে রওনা দেন। সেখানে তারা সামরিক থেকে বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
কাতার সফর শেষে ট্রাম্প যাবেন সংযুক্ত আরব আমিরাতে। এখানেই তার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প জানিয়েছেন, তিনি তুরস্কের ইস্তাম্বুলেও যেতে পারেন। সেখানে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হবে। এই আলোচনায় অংশ নিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসবেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি তুরস্কে না গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাও আসতে পারেন।
সূত্র: আলজাজিরা
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স