আইভীর জামিন আবেদন নাকচ
আপলোড সময় :
১২-০৫-২০২৫ ০৪:৩৯:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৫-২০২৫ ০৪:৩৯:৩৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আদালত সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন এবং ডিভিশনের বিষয়ে একমত হয়েছেন। দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, অন্যদিকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স