ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

পৃথিবীর দুই শ্রেষ্ঠ নারী আমার মা : সালমান খান

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:৩৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:৩৩:৪৩ অপরাহ্ন
পৃথিবীর দুই শ্রেষ্ঠ নারী আমার মা : সালমান খান
বিশ্বব্যাপী মা দিবস উদ্‌যাপনকালে রবিবার মাকে শুভেচ্ছা জানাতে তারকারা নানা মুহূর্ত ভাগ করেছেন, সেই তালিকায় ছিলেন বলিউডের ভাইজান সালমান খানও। বিশেষ এই দিনটি উদ্‌যাপন করতে মায়ের পাশাপাশি সৎ মা হেলেনের সঙ্গেও একটি পুরোনো ছবি শেয়ার করেছেন তিনি এবং তার বাবা সেলিম খানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সালমান তার মা সালমা খান এবং সৎ মা হেলেনকে "বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী" হিসেবে অভিহিত করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ভাইজান তার দুই মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, "বিশ্বের সেরা মায়েদের আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ বাবা। আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের প্রতি মা দিবসের শুভেচ্ছা।"

সালমান খানের এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ৫.৫ লাখ মানুষ পোস্টটি লাইক করেন। এছাড়া শমিতা শেঠি সহ আরও অনেক সেলিব্রিটি তার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, সেলিম খান ১৯৬০ সালে সালমা খানকে প্রথম বিয়ে করেন এবং তাদের চার সন্তান—সালমান খান, আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা খান অগ্নিহোত্রী। পরে ১৯৮১ সালে সেলিম দ্বিতীয়বার হেলেনকে বিয়ে করেন এবং অর্পিতা খানকে দত্তক নেন। সালমানের সঙ্গে তার দু’জনের সম্পর্কও বরাবরই ভালো।

সালমান খানকে সর্বশেষ ‘সিকান্দার’ ছবিতে দেখা গিয়েছিল, যেখানে তার সহ-অভিনেত্রী ছিলেন রাশমিকা মান্দানা, শরমন জোশি, কাজল আগরওয়ালসহ একঝাঁক তারকা। চলতি বছরের ঈদে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ