গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আপলোড সময় :
১২-০৫-২০২৫ ০১:০২:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৫-২০২৫ ০১:০২:৩৬ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনপুর গ্রামে আলী আজগর মিয়া (৩৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে মাঠে গরু চরাতে গিয়ে তিনি মারা যান। বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী।
ওসি বন্দে আলী জানান, সকাল ৯টার দিকে শিবপুর গ্রামের আলী আসগর মিয়া মাঠে গরু চরাতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে মাঠ থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
এদিকে চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় বজ্রপাতে মোট ৮জন মারা গেছেন। যা বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশী। এদিকে বজ্রপাত প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বসানো হয় অন্তত ৩৩ টি লাইটনিং অ্যারেস্টার। কিন্তু সেগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কোনও কাজে আসছেনা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স