ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১১:৪৬:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১১:৪৬:১২ পূর্বাহ্ন
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের
প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মধ্যস্থতায় গতকাল শনিবার (১০ মে) যুদ্ধবিরতিতে সম্মত হয় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে কয়েকদিনের উত্তেজনার পর ভারত সরাসরি পাকিস্তানে আক্রমণ করে এবং এর পালটা জবাব দেয় ইসলামাবাদ। দুই পক্ষই সামরিক স্থাপনায় হামলা শুরু করলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় মার্কিন প্রশাসন তাদের সমঝোতায় আনে।  

কিন্তু যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা যেতে না যেতেই আবারও উত্তেজনা দেখা দিয়েছে। এবার আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত।

ভারতীয় কর্তৃপক্ষের বরাতে শনিবার ( ১১ মে) মধ্যরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

শনিবার গভীর রাতেই এক জরুরি সংবাদ সম্মেলনে পাকিস্তানের দিক থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী। তিনি বলেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তান দায়ী।

বিক্রম মিস্রি আরও বলেন, ভারতীয় সেনারাও এর সমুচিত জবাব দিচ্ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারত আশা রাখে, পাকিস্তান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে অবিলম্বে এই চুক্তিভঙ্গ বন্ধ করবে। একইসঙ্গে তিনি পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যে-কোনো ধরনের অস্ত্রবিরতি লঙ্ঘনের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি হওয়ার কয়েক ঘণ্টা পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ মাইক্রো ব্লগিং সাইট এক্সে শনিবার (১০ মে) লিখেছেন, যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শ্রীনগরের কয়েকজন বাসিন্দা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছেন, তারা একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ওই সময় শহরটির একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট করা হয়।

শ্রীনগরভিত্তিক সাংবাদিক ওমর মেহরাজও আলজাজিরার কাছে নিশ্চিত করেছেন তারা বিস্ফোরণের শব্দ শুনছেন। তিনি বলেছেন, আমরা শ্রীনগরে বিকট বিস্ফোরণ শুনতে পাচ্ছি। শনিবার সকালে এবং বিকেলে একই শব্দ শোনা গিয়েছিল। আমি আকাশে কোনো বস্তু উড়তে দেখেছি। তবে এগুলো মিসাইল নাকি আকাশ প্রতিরক্ষার কিছু তা একদমই স্পষ্ট নয়। একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বারামুল্লাহ এবং জম্মুতে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের পর এখানকার মানুষের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই নিরাপদ আশ্রয়ে দৌড়ে গেছেন। তবে নতুন বিস্ফোরণে কোনো হতাহত হয়েছে কি না সেটি নিশ্চিত নই।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী এক্সে আরেকটি পোস্ট দিয়েছেন। সেখানে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। এতে স্পষ্ট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তিনি পোস্টে লিখেছেন, “শ্রীনগরে কোনো যুদ্ধবিরতি নেই। শ্রীনগরের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

লুধিয়ানার ডিসি অবশ্য বলেছেন এ মুহূর্তে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তবে প্রয়োজন হলে ব্ল্যাকআউট করা হবে বলে জানান তিনি। সরকারি এ কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পাতিয়ালার বিভাগীয় কমিশনার (ডিসি) জানিয়েছেন, যদি কোনো হামলার সংকেত তারা পান তাহলে এ ব্যাপার জনসাধারণকে অবহিত করা হবে। এ মুহূর্তে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

অপরদিকে পাঞ্জাবের অমৃতসরের ডিসি দাবি করেছেন, সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যদি প্রয়োজন হয় তাহলে অমৃতসরে ব্ল্যাকআউট কার্যকর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ