ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন নাহিদ

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১১:৪০:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১১:৪০:১৬ পূর্বাহ্ন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন নাহিদ
তীব্র গণআন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিলের দাবিও তুলেছেন নাহিদ ইসলাম।

সিদ্ধান্তটি জানার পর পরই শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে এ দাবি করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।

এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন এনসিপির শীর্ষ নেতা।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ