হজ করতে সৌদি পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি, নিহত বেড়ে পাঁচ
আপলোড সময় :
১১-০৫-২০২৫ ১১:৩৫:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-০৫-২০২৫ ১১:৩৫:১৯ পূর্বাহ্ন
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সর্বমোট ৩৭ হাজার ৮৩০ জন সৌদি আরবে পৌঁছেছেন।
রোববার (১১ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, শনিবার (১০ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৯৪টি ফ্লাইটে এ হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বাকি ৩৩ হাজার ২৬৬ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত সর্বমোট ৮৬ হাজার ১৭৭টি ভিসা ইস্যু করা হয়েছে।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
সৌদি আরবে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। চলতি বছর হজে গিয়ে বাংলাদেশিদের মধ্যে প্রথম মারা যান খলিলুর রহমান (৭০)। এরপর মারা যান মো. ফরিদুজ্জামান (৫৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী।
চলতি বছর হজ করতে গিয়ে মারা যাওয়া বাকি ৩ বাংলাদেশি হজযাত্রী হলেন- পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৪), ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০) এবং জামালপুরের বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩)।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স