আওয়ামী লীগের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিতে হবে
আপলোড সময় :
১০-০৫-২০২৫ ১০:৪৮:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৫ ১০:৪৮:০৩ অপরাহ্ন
আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা সংবিধান বার বার লঙ্ঘন করেছেন, দেশে অবৈধ সংসদ এবং সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গি জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, দেশের জনগণ, সরকার ও রাজনীতিতে কোনোভাবেই গুম-খুন-অপহরণ-দুর্নীতি-লুটপাট-টাকা পাচার-বর্বর আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না।
আজ শনিবার (১০ মে) বিকেলে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়।
তারেক রহমান বলেন, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ বর্তমান দুটো বিষয়ে সম্পূর্ণভাবে একমত। এক- বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, দুই- গণতন্ত্রবিরোধী পলাতক অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয়ে জনগণ আর কোনো আপোষ করতে রাজি নয়। রাজনৈতিক কর্মী হিসেবে এটি আমি উপলব্ধি করি।
তারেক রহমান বলেন, বিএনপি এই অন্তবর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে এখানে একটি কথা রয়ে গেছে। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের সামনে যাতে স্বচ্ছ ধারণা থাকে, এই কারণে বিএনপি প্রথম থেকে এই সরকারের কাছে তাদের একটি কর্মপরিকল্পনা-পথনকশা ঘোষণার আহ্বান জানিয়ে এসেছে।সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে তাহলে কোনো রকমের সংশয়-সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ থাকে না।
বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে ও সুভাষ চন্দ্রা চাকমার সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক প্রমুখ এ সময় বক্তব্য দেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স