ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

নিজ দেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধে যা বললেন সোনাক্ষী

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:২৯:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:২৯:৩১ অপরাহ্ন
নিজ দেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধে যা বললেন সোনাক্ষী
পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজ দেশের গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সালমান খানের সাথে দাবাং চলচ্চিত্রে জুটি গড়ে খ্যাতি পাওয়া এ অভিনেত্রী ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি ‘সার্কাস’ বলে বিদ্রুপ করেছেন। এ ছাড়া তিনি দাবি করেছেন, ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিল কে তাল বানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে সোনাক্ষী লিখেন, ‘অতিনাটকীয় সব দৃশ্য আর একনাগাড়ে শব্দের ঝংকার, লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার… এসব দেখে আমি ক্লান্ত! আপনারা কী করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন শুধু। ঈশ্বরের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি করা থেকে বিরত থাকুন; সংবাদের নামে আবর্জনা প্রচার বন্ধ করুন।’

ভারতীয় সংবাদমাধ্যমে স্বাভাবিক কোনো কিছু ঘটলে তা অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগ নতুন কিছু নয়। এর বাইরেও সেদেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপ্রচার কিংবা প্রোপাগান্ডার অভিযোগ তো রয়েছেই। আর তা নিয়ে সাধারণ দর্শকশ্রোতা থেকে শুরু করে পাঠক এমনকি তারকারাও বিরক্ত।

সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে ভারতের নানা মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ উঠেছে। এমন উত্তপ্ত আবহের সুযোগ নিতে গিয়ে ইন্টারনেট থেকে নেওয়া কিছু ভুয়া ভিডিও ও ছবি নিয়ে সেদেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো পাকিস্তানে হামলার দৃশ্য বলে চালিয়ে দিচ্ছে। এর ফলে বিপাকেও পড়েছে সেই মেইনস্ট্রিম মিডিয়াগুলো। শুধু তাই নয়, সংবাদের তথ্যে ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ, তথ্য বিভ্রাটের মতোও অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার সকালে ভারতের সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দেশের সামরিক অভিযান তথা সেনাদের গতিবিধির সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে সোনাক্ষীর এই পোস্ট ঘিরে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ধরনের খবর সম্প্রচারের ফলে যে দেশের সেনারা বিপদে পড়তে পারে তারই ইঙ্গিত অর্থে এই পোস্ট করেছেন অভিনেত্রী

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ