ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল জব্দ

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৪৩:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১০:৪৩:২৮ পূর্বাহ্ন
নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল জব্দ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় চেকপোস্ট বসিয়ে পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে। অভিযানে একটি মোটরসাইকেল জব্দ করা হলেও অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী। তিনি বলেন, শুক্রবার দিবাগত ১০টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় একটা মোটরসাইকেলের আরোহীদেরকে চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেন। সিগনাল অমান্য করে সামনের দিকে চলে যেতে চাইলে তারা দুইজন মোটরসাইকেলসহ পরে যান।

এরপর মোটরসাইকেল ফেলে তড়িঘড়ি করে পালানোর সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল মাটিতে পরে যায়।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে। অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে। সেইসঙ্গে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ