ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

আফগানিস্তানেও ভারতের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৩৭:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১০:৩৭:০৪ পূর্বাহ্ন
আফগানিস্তানেও ভারতের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ
তালেবানশাসিত ইসলামিক ইমারাত অব আফগানিস্তানেও ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী শনিবার এ দাবি করেছেন বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ।

তিনি জানান, প্রতিবেশী দেশ আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। একই সঙ্গে ভারত হামলা চালাতে ড্রোন ব্যবহার করেছে।

মূলত পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়ে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘নগ্ন আগ্রাসন অব্যাহত রেখে ভারত কিছুক্ষণ আগে তাদের বিমান থেকে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। পাকিস্তান বিমান বাহিনীর নূর খান ঘাঁটি, মুরিদ ঘাঁটি এবং শরকত ঘাটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তান বিমান বাহিনীর সব সম্পত্তি অক্ষত আছে।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ