পাকিস্তানি গোলার আঘাতে ভারতীয় ডেপুটি কমিশনারের মৃত্যু
আপলোড সময় :
১০-০৫-২০২৫ ১০:৩২:১০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৫ ১০:৩২:১০ পূর্বাহ্ন
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে আহত অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপা মারা গেছেন বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
ওমর আবদুল্লাহর করা এক এক্স বার্তার বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার (১০ মে) ভোরে জম্মু-কাশ্মীরের রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার (এডিডিসি) রাজ কুমার থাপ্পা পাকিস্তানের গোলাবর্ষণে নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলাটিতে পূর্ণ মাত্রায় হামলা চলছে বলে জানা গেছে, ভোর থেকেই বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এর প্রতিক্রিয়ায় ওমর আব্দুল্লাহ এক্সে লেখেন, রাজৌরি থেকে ভয়াবহ খবর শুনলাম। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসনের একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছি। গতকালই তিনি জেলাজুড়ে উপ-মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন সভায় যোগ দিয়েছিলেন। আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাকিস্তানি গোলাবর্ষণে ওই কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় আমার শোক ও দুঃখ প্রকাশ করার কোনও ভাষা আমার নেই। তার আত্মা শান্তিতে থাকুক।
স্থানীয় প্রশাসন জানায়, শনিবার ভোর ৫.৩০টার দিকে থাপ্পার বাড়িতে একটি গোলা আঘাত হানে। একাধিক বিস্ফোরণের শব্দ শুনে তিনি তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং তারপর তার বাড়ির ভেতরে চলে যান। গোলাটি থাপ্পার ঘরে আঘাত করে।
শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি শহরের মানুষ বিকট বিস্ফোরণের শব্দে ঘুম থেকে উঠেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতে হামলা চালানোর দাবি করার কয়েক ঘন্টা পরেই এ ঘটনা ঘটল ।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স