ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

টাকা লুটের অভিযোগে শেখ হাসিনাকে ডেকেছে দুদক

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:১৯:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:১৯:২২ অপরাহ্ন
টাকা লুটের অভিযোগে শেখ হাসিনাকে ডেকেছে দুদক
দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটের অভিযোগে তৎকালীন সরকারের প্রধান ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের ৮ মে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কোন ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে তা জানা যায়নি।

শেখ হাসিনা ছাড়াও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব দুদক।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরই মধ্যে তাঁর নামে মামলা হয়েছে শতাধিক। হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ