বার্সাকে হারিয়ে উয়েফার ফাইনালে ইন্টার মিলান
আপলোড সময় :
০৭-০৫-২০২৫ ১১:০৩:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৫-২০২৫ ১১:০৩:৩৯ পূর্বাহ্ন
সান সিরোতে রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে ইতিহাস গড়ল ইন্টার মিলান। বার্সেলোনার বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা। নাটকীয় এই ম্যাচে একাধিকবার পাল্টেছে ম্যাচের মোড়, আর শেষ হাসি হেসেছে স্বাগতিক ইন্টার।
প্রথম লেগে বার্সার মাঠে ৩-৩ গোলে ড্র করেছিল ইন্টার। ফিরতি লেগে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল তারা। ২১তম মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর ৪৫তম মিনিটে পেনাল্টি থেকে হাকান কালহানোগলু ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে অফসাইডের কারণে তৃতীয় গোল বাতিল হয় ইন্টারের।
তবে এরপরই শুরু হয় বার্সার প্রত্যাবর্তন। ৫৪ ও ৬১ মিনিটে গার্সিয়া এবং দানি ওলমোর গোলে সমতায় ফেরে তারা। শেষ সময়ে রাফিনহার গোলে ৩-২-এ এগিয়েও যায় কাতালানরা। তবে ইনজুরি টাইমে আকারবির গোলে ৩-৩ সমতায় ফেরে ইন্টার। অতিরিক্ত সময়ের ৯৯ মিনিটে ডেভিড ফ্রাত্তেসির গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
ম্যাচজুড়ে বল দখল ও শটের দিক থেকে এগিয়ে ছিল বার্সা। ৭১ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। তবে ইন্টারের গোলরক্ষক ইয়ান সমারের দুর্দান্ত পারফরম্যান্সে গোলবঞ্চিত হয় বার্সা। সাতটি সেভ করে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স