পাকিস্তানের পাল্টা হামলায় ৩ ভারতীয় নিহত
আপলোড সময় :
০৭-০৫-২০২৫ ১০:৫৩:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৫-২০২৫ ১০:৫৩:৪৭ পূর্বাহ্ন
ভারতে পর হামলার পর এবার হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত দিক থেকে হঠাৎ করেই এলওসি বরাবর গুলি ও কামানের গোলা ছোড়া হয়। সেই গোলাবর্ষণে প্রাণ হারান তিন সাধারণ মানুষ। বিবৃতিতে বলা হয়, ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেধর এলাকায়।
এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিপরীত দিক থেকে পরিকল্পনাহীনভাবে গুলি চালানো হয়েছে, যাতে নিরীহ মানুষ হতাহত হয়েছেন। আমরা যথাযথ ও শক্ত প্রতিক্রিয়া জানাচ্ছি।’
সেনাবাহিনী জানিয়েছে, বুধবার মধ্যরাতে, যখন ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে, ঠিক সেই সময়েই সীমান্তের অপর প্রান্ত থেকে পাকিস্তান সেনারা অতর্কিতে গোলাবর্ষণ শুরু করে।
এই হামলায় প্রাণ হারিয়েছেন তিন নিরীহ বেসামরিক মানুষ। আহত হয়েছেন আরও কয়েকজন। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের এই উসকানিমূলক হামলার উপযুক্ত ও কড়া জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স