বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি
আপলোড সময় :
০৭-০৫-২০২৫ ১০:৪৫:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৫-২০২৫ ১০:৪৫:০৯ পূর্বাহ্ন
পাকিস্তানে ভারতের হামলার জেরে জরুরি বৈঠকে বসছেন পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটির কর্মকর্তারা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।
বুধবার (৭ মে) স্থানীয় সময় সকাল ১০টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন। খবর বিবিসির।
বুধবার দিবাগত রাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দিল্লি।
পাকিস্তান এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছে এবং বলেছে তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এ হামলার জবাব দেবে।
ভারতের হামলায় পাকিস্তানের ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। এ সময় পাকিস্তান ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স