বাংলাদেশে আসছেন না রোহিত-কোহলিরা!
আপলোড সময় :
০৩-০৫-২০২৫ ০১:২৮:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৫-২০২৫ ০১:২৮:৪২ অপরাহ্ন
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সীমান্তে আগুন জ্বলছে উত্তেজনার। যুদ্ধোন্মুখ সেই বারুদের গন্ধ এবার ছুঁয়ে গেল ক্রীড়াঙ্গনেও। আর সেই ধাক্কা এসে পড়েছে ঢাকাতে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, ভারতীয় ক্রিকেট দল আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিলের পথে। অফিশিয়ালি কিছু না বললেও বিসিসিআইয়ের ভেতর থেকে জানা গেছে, সফরটা আমাদের ক্যালেন্ডারে থাকলেও, পরিস্থিতি যে দিকে যাচ্ছে, সেখানে এটা আর নিরাপদ নয়।
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই শীতল সম্পর্ক চলছে ভারতের। এবার এর মধ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে। আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। ইতিমধ্যে তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজটির সময়সূচিও ঘোষণা করেছে বিসিবি। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার দাবি, শুধু ভারত-পাকিস্তান সম্পর্ক নয়, বাংলাদেশের অভ্যন্তরে ভারত-বিরোধী কিছু কর্মকাণ্ডও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ.এল.এম. ফজলুর রহমান তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে ভারত-পাকিস্তান সম্ভাব্য যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে যে মন্তব্য করেছেন, তা নাকি ভারতের বোর্ডের দৃষ্টিতে যথেষ্ট উদ্বেগজনক।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, এটি সম্পূর্ণভাবে মেজর জেনারেলের ব্যক্তিগত মত। বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে এর কোনো যোগ নেই।
কিন্তু ততক্ষণে ক্ষত তৈরি হয়ে গেছে। কূটনৈতিক উত্তেজনার সেই চাপে শুধু এই সিরিজই নয়, ধুঁকছে পুরো এশিয়া কাপও। চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। এখন সেই দ্বিপাক্ষিক উত্তেজনার ছায়া বাংলাদেশ সফরেও।
ক্রিকেট, কূটনীতি আর রাজনীতি উপমহাদেশে এই তিনের সীমানা আজ অস্পষ্ট। একেকটা বল ঘুরছে মাঠের বাইরে। একেকটা সিদ্ধান্তে ঝুলছে কোটি ক্রিকেটপ্রেমীর স্বপ্ন। এবার প্রশ্ন একটাই, ক্রিকেট কি শুধু খেলার নাম? নাকি কূটনৈতিক দাবা ছকের এক চলন্ত গুটি?
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স