দ্রৌপদীর শাড়ির খোলামেলা ফটোসেশন মিথিলার
আপলোড সময় :
০৩-০৫-২০২৫ ০১:২৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৫-২০২৫ ০১:২৪:৫০ অপরাহ্ন
অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও খ্যাতি রয়েছে দুই বাংলার জনপ্রিয় তারকা রাফিয়াথ রশিদ মিথিলার।
নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের সাথে সাথে সম্প্রতি দেশে একটি রিয়েলিটি শোর বিচারকের দায়িত্বও পেয়েছেন তিনি।
এরই মধ্যে দ্রৌপদীর শাড়ির থিমে এক ফটোসেশনে দেখা মিলল মিথিলাকে।
মহাভারতের কাহিনির প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন 'দ্রৌপদীর শাড়ি'। রাজসভায় সকলের সামনে দ্রৌপদী নামে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করেন এক রাজা। সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রৌপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয়। সে বস্ত্র ছিল মূলত শাড়ি।
মহাভারত ও বুদ্ধদেবের সেই কবিতার দ্রৌপদী হয়েই এবার নিজেকে ধরা দিলেন মিথিলা। বলা বাহুল্য, মিথিলার এই লুকে ফুটে ওঠে পুরো একটা ট্র্যাডিশনাল ভাইব।
সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশুটও ভাইরাল। কমলা রঙের সুতি শাড়ি, লাইট মেকআপ, হাতে বালা-পলায় যেন সেই কাল্পনিক দ্রৌপদী হয়েই উঠলেন মিথিলা। এছাড়াও খোলা আঁচল, স্লিভলেস ব্লাউজে মোহনীয় লুকে ভক্তদের মাঝে রীতিমতো ঝড়- মুগ্ধতা তোলেন তিনি।
তবে খোলামেলা শাড়িতে মিথিলার আবর্তন নতুন কিছু না। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেটিজেনরা তার রূপের প্রশংসায় মাতলেও অনেকে ঈষৎ সমালোচনাও করেছেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স