ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ
আপলোড সময় :
০৩-০৫-২০২৫ ০১:১৭:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৫-২০২৫ ০১:১৭:৪৭ অপরাহ্ন
জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে তিনি এই দাবি করেন।
আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে।
সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স