‘হাসিনার বিচার শাপলা চত্ত্বরেই করতে হবে’
আপলোড সময় :
০৩-০৫-২০২৫ ০১:১৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৫-২০২৫ ০১:১৭:০৫ অপরাহ্ন
হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবীব বলেছেন, ২০১৩ সালের ৫মে শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ডের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শাপলা চত্ত্বরেই হতে হবে। তার বিচার বাংলাদেশের অন্য কোথাও হবে না৷
শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে এই মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম। কিছুক্ষণ আগে দুপুর একটার দিকে এই কর্মসূচির সমাপ্তি ঘটে। সমাবেশে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
বক্তব্যে জুনায়েদ আল হাবীব বলেন, ‘বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকব। আল্লাহু আকবর বলে গণ-অভ্যুত্থান হওয়া নতুন বাংলাদেশে ইসলামের জন্য মাঠে নামতে হবে, এটা ভাবিনি। দেশে ইসলাম বিরোধী কিছু করতে হলে আমাদের লাশের উপর দিয়ে বাস্তবায়ন করতে হবে। এজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি।’
মহাসমাবেশে যোগ দিতে হেফাজতের নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। অনেকে ভোরে ফজরের নামাজ পড়েই সদলবলে উদ্যানে চলে আসেন। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে লোকারণ্য হয়ে পড়ে উদ্যান।
শাপলা ট্রাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি করে হেফাজতে ইসলাম৷ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়৷ যাবেলা ১টা পর্যন্ত চলে।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা, হেফাজতের কেন্দ্রীয় নেতা, ওলামা-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স