ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

আর্জেন্টিনা ও চিলিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

আপলোড সময় : ০২-০৫-২০২৫ ১০:২৮:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৫-২০২৫ ১০:২৮:১৫ অপরাহ্ন
আর্জেন্টিনা ও চিলিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও চিলির উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপর চিলির একটি এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (২ মে) ভূমিকম্পে দেশ দুটির উপকূলীয় অঞ্চল কেঁপে ওঠেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। 

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় সকা ৯টা ৫৮ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর চিলি তাদের মেগালেন প্রণালীর পুরো এলাকায় সুনামির সতর্কতা জারি করে। সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এমন সতর্কতা দিয়ে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ সেবা অ্যান্ট্রার্টিক অঞ্চলের সৈকত এলাকা থেকে সব মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। 

সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপকূলে বসবাসরতদের সতর্কতাসহ পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। 

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এক্স পোস্টে উপকূলীয় অঞ্চল মেগাল্যান্সে বসবাসরত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে ২১৭ কিলোমিটার দক্ষিণে। তবে ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

তবে আর্জেন্টিনার পক্ষ থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, অ্যান্টার্টিকা এবং ক্যাপ হর্নের মাঝামাঝির ড্র্যাক প্যাসেজে ভূমিকম্পটি আঘাত হানে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ