ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

‘আ.লীগ নিষিদ্ধে সরকারের উদ্যোগ নেই, তাই আবারও রাজপথে’

আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১১:৪৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১১:৪৩:৪৫ অপরাহ্ন
‘আ.লীগ নিষিদ্ধে সরকারের উদ্যোগ নেই, তাই আবারও রাজপথে’
আওয়ামী লীগ নিষিদ্ধ বা বিচার কার্যক্রম দৃশ্যমান করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১ মে) রাত ১০টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদি মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাত্র-জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এত দিন হয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের ব্যানারে দলটির লোকেরা বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায়। আওয়ামী লীগ নিষিদ্ধ বা বিচার কার্যক্রম দৃশ্যমান করার ব্যাপারে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা ছাত্র-জনতা বলে আসছি, আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। এবং তার আইনি বন্দোবস্তও করতে হবে। আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে একটি ফ্যাসিজম কায়েম করেছে। কয়েকটি গণহত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজতে ইসলামের শাপলা চত্ত্বর হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড। এ ছাড়া বিরোধী রাজনৈতিক লোকেরা গুম-খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। এসব কিছুর বিচারের জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল।’

আগামীকাল ২ মে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগকে আমরা দলগতভাবে বিচারের দাবি জানিয়েছিলাম, সেটিও আমাদের সামনে দৃশ্যমান হয়নি। ফলে আমরা আবারও রাজপথে নামছি। আবারও বলতে চাই, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের কার্যক্রমের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের যত অঙ্গসংগঠন আছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বিচারচলাকীল তার নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে। সেই উদ্দেশ্যে আগামীকাল ২ মে বাদ জুমা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হচ্ছে। আমরা দলে দলে সেই বিক্ষোভ সমাবেশে যোগদান করুন।’

জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি রক্ষায় কালকের বিক্ষোভ উল্লেখ করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, যে একটি ফ্যাসিসমুক্ত বাংলাদেশ তৈরা করা, ফ্যাসিজমকে আর কখনোই বাংলার মাটিতে জায়গা করতে না দেওয়া এবং আওয়ামী লীগ গণহত্যার যে অপরাধ তারা করেছে, সেসব কিছুর বিচার নিশ্চিত করা। সবকিছু আমাদের জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি। এবং শহিদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে আগামীকাল দেখা হবে বিক্ষোভ সমাবেশে। ইনকিলাব জিন্দাবাদ।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ