জ্বালানি তেলের দাম কমল ১ টাকা
আপলোড সময় :
৩০-০৪-২০২৫ ০৯:০২:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৪-২০২৫ ০৯:০২:৩৪ অপরাহ্ন
মে মাসের জন্য জ্বালানি তেলের দাম কমেছে ১ টাকা। আগামীকাল (১ মে) থেকে নতুন দাম কার্যকর হবে।
বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মে মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে জানানো হয়, মে মাসে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় বিক্রি হবে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স