ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

গাজায় শেষ ২৪ ঘণ্টায় নিহত ৬০

আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ১২:০৭:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ১২:০৭:৪৫ অপরাহ্ন
গাজায় শেষ ২৪ ঘণ্টায় নিহত ৬০
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করে গত ১৮ মার্চ থেকে অবরুদ্ধ গাজায় বড় আকারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি ভঙ্গের পর প্রতিদিন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করে যাচ্ছে। তারা কোনো দায় ছাড়াই স্কুল, আশ্রয় কেন্দ্র, তাঁবু, অস্থায়ী শরণার্থী ক্যাম্প এবং হাসপাতালে হামলা চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজাজুড়ে কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১৬২ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মিডল ইস্ট আই রোববারের (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

যার মধ্যে, রোববার (৬ মার্চ) ভোর থেকে গাজায় নতুন করে হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এর আগে, ইউনিসেফের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থার (উনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন যে ১৮ মার্চ থেকে গাজায় প্রতিদিন ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে।

ইউনিসেফ এক সতর্কবার্তায় বলেছে, গাজার দশ লক্ষেরও বেশি শিশু এক মাসেরও বেশি সময় ধরে জীবন রক্ষাকারী সহায়তা থেকে বিচ্ছিন্ন।

এরই মধ্যে, গত সপ্তাহে রাফায় একটি মেডিকেল কনভয়ের উপর হামলায় ইসরায়েলি বাহিনীর হাতে ১৫ জন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীর হত্যার নতুন ভিডিও প্রমাণ উঠে এসেছে। যদিও এ হামলার জন্য ইসরায়েল ভুল স্বীকার করেছে। 

হামাস এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি চিকিৎসকদের উপর হামলা চালানোর নতুন ভিডিও ফুটেজ অকাট্য দৃশ্যমান প্রমাণ, যা ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক গাজার মানবিক কর্মীদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার প্রমাণ দেয় এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে গিয়ে একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড প্রমাণের জন্য যথেষ্ট ।

জাতিসংঘের সাবেক মানবিক শাখার প্রধান এবং মেডিয়েশন গ্রুপ ইন্টারন্যাশনালের বর্তমান নির্বাহী পরিচালক মার্টিন গ্রিফিথস গাজায় ইসরায়েলের ১৫ জন স্বাস্থ্যকর্মীর হত্যাকাণ্ডকে নিশ্চিতভাবেই যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ