ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক, গাজা ইস্যুসহ আলোচনায় যা থাকছে

আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন
ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক, গাজা ইস্যুসহ আলোচনায় যা থাকছে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মাত্র ২ মাসের মাথায় এটি দ্বিতীয় বৈঠক তাদের। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) বৈঠকে বসবেন প্রভাবশালী দুই নেতা।

হোয়াইট হাউস ও ইসরায়েলি বেশ কয়েক কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৫ মার্চ) টাইমস অব ইসরায়েল জানিয়েছে,  বৈঠকে গাজা পরিস্থিতিসহ তেল আবিবের ওপর আরোপ করা শুল্ক, ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া, সম্প্রতি অন্যান্য সব দেশের মত ইসরায়েলের পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এবার প্রথম বিদেশি নেতা হিসেবে শুল্ক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন নেতানিয়াহু।

বৈঠকর বিষয়ে একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলমান। যুক্তরাষ্ট্র আদালতটির সদস্য না হলেও যুদ্ধবিরোধী মার্কিনিরা আশা করছেন, ট্রাম্প নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করবেন গাজায় যুদ্ধ থামানোর জন্য।
 
এরমধ্যেই গেল কয়েকদিনের ইসরায়েলি হামলায় গাজায় এক হাজারের বেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। স্থানীয় সময় শনিবার তেল আবিবের ইসরাইয়েলি কোম্পানি মেকোরোটের গাজায় পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে, এতে অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকাটির মোট পানি সরবরাহের ৭০ শতাংশ কার্যত বন্ধ হয়ে গেছে।
 
এদিকে গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাগ করিডোর স্থাপন করেছে দেশটি। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। বিশ্লেষকরা একে ভূখণ্ড দখলের কৌশল হিসেবে দেখছেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ