ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ফের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রিমান্ডে

আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১১:৩১:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১১:৩১:৫৪ পূর্বাহ্ন
ফের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রিমান্ডে
ঢাকার গুলশান থানার একটি হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।

মামলাসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় মো. আবু যর শেখ নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন তার মা মোসা. ছবি।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড হয় তার।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ