ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

২ ঘণ্টায় দুই বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০১:৩৩:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০১:৩৩:৩৫ অপরাহ্ন
২ ঘণ্টায় দুই বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাল্যবিবাহ বন্ধ করেছেন জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। সোমবার (৩ মার্চ) রাতে কালাই পৌরসভা ও মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং জরিমানা আদায় করা হয়। 

এ সময় দুটি পৃথক মামলায় বরকে ও বরের বাবাকে যথাক্রমে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। নেওয়া হয় মুচলেকাও।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদরের ধারকি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু হানিফের সঙ্গে কালাই পৌরসভার আকন্দপাড়ার মৃত নজির উদ্দিনের অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়ের (১৪) বিয়ে হচ্ছে এমন খবরে সেখানে যান ইউএনও।

পড়ে বিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেওয়া হবে না মর্মে আদালতে মুচলেকা দেন মেয়ের মা।

অপরদিকে, উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে বাল্যবিবাহর খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাত ১১টায় বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় বরের বাবা অমূল্য চন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেয়ের বাবার কাছ থেকেও মুচলেকা নেওয়া হয়।

ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, ‘মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। বাল্যবিবাহ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ