টঙ্গীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ৬০
আপলোড সময় :
০১-০৩-২০২৫ ১১:১৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৩-২০২৫ ১১:১৫:১৯ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীতে পাইকারি মাদকের খোলা বাজার হিসেবে খ্যাত হাজী মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন হাজী মাজার বস্তিতে এই অভিযান শুরু হয়। রাত ৯টায় এই অভিযান শেষ হয়।
অভিযান শেষে তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করেন গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।
তিনি বলেন, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সেই সঙ্গে মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজান মাসে এমন অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, অভিযান শেষ হয়েছে। মামলা হওয়ার পর বিস্তারিত জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স